আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার দুই সিভিক ভলেনটিরার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত

ভীর রাতে সড়ক পথধরে চলা গাড়ি দাঁড় করিয়ে হুমকি দিয়ে চালকের কাছে তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার হল দুই সিভিক ভলেন্টিয়ায় ।ধৃতদের নাম কৃষ্ণগোপাল পাল ও সুজয় মাঝি ।পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বেলুটি গ্রামে বাড়ি কৃষ্ণগোপালের ।অপর ধৃত সুজয়ের বাড়ি একই থানা এলাকার শ্রীকৃষ্ণপুরে ।ছোট মালবাহী গাড়ির এক চালকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই আউসগ্রাম থানার পুলিশ দুই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে।গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছে আউসগ্রামের বেরেন্ডা নিবাসী অপর এক সিভিক ভলেন্টিয়ায় বিশ্বজিৎ মেটে ।তিন সিভিক ভলেন্টিয়ারই আউসগ্রাম থানায় কর্মরত । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত দুই সিভিক ভলেন্টিয়ারকে সোমবার পেশ করে বর্ধমান আদালতে । ভারপ্রাপ্ত সিজেএম দুই ধৃতকে জেল হেপাজতে পাঠিয়ে মঙ্গলবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
আউসগ্রাম থানায় দায়ের করা অভিযোগে চালক শেখ মুস্তাকিম জানিয়েছেন ,তাঁর বাড়ি আউসগ্রামের বটগ্রামে ।মুস্তাকিম বলেন, তাঁর একটি ছোট মালবাহী গাড়ি রয়েছে ।সেই গাড়িটিই তিনি চালান । তাঁর গাড়িতে খালাসীর কাজ করে রাজেশ শেখ । মুস্তাকিম জানিয়েছেন , রবিবার তিনি মঙ্গলকোটের নিগনে ভাড়া গিয়েছিলেন । রাত সাড়ে ১২ টা নাগাদ তিনি সেখান থেকে ফিরছিলেন। পথে মঙ্গলকোট থানার জালপাড়া মোড়ের কাছে দুটি মোটরবাইক নিয়ে দাড়িয়েছিল কৃষ্ণগোপাল ,সুজয় ও বিশ্বজিৎ।
মুস্তাকিম বলেন,এই তিন যুবক তাঁর গাড়িটি সেখানে জোরপূর্বক দাঁড় করানোর চোষ্টা করে ।যুবকদের বাধা কাটিয়ে কোনরকমে তিনি সেখান থেকে এগিয়ে যান ।এরপর ওই যুবকরা বাইকে চড়ে তাঁর গাড়ি পিছু ধাওয়া করে ।রসুল গ্রামের কাছে যুবকরা তাঁর গাড়িটি দাঁড় করায় । তিন যুবক হুমকি দিয়ে তাঁর কাছে টাকার দাবি করে বলে টাকা না দিলে তারা তাঁকে মারবে ।
এই হুমকি অগ্রাহ্য করে মুস্তাকিম তাঁর গাড়ি নিয়ে পিচকুড়ির দিকে এগিয়ে চলেন । মুস্তাকিমের অভিযোগ তিন যুবক তখনও ফের একই কায়দায় তাঁর পিছু ধাওয়া করে ।এমটা দেখে মুস্তাকিমের মনে হয় যুবকরা দুস্কৃতি হতে পারে । এরপর আর দেরি না করে মুস্তাকিম তাঁর গ্রামের লোকেদের ফোনকরে ঘটনার কথা জানান । তারা দ্রুত পিচকুড়ি এলাকায় পৌছে তিন যুবকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।মুস্তাকিমের গ্রামের লোকজন যুবকদের ধরে জিজ্ঞাসাবাদ চালায় ।তখন যুবকরা স্বীকার করে তারা আউসগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার । আউসগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই ওই তিন যুবকের মধ্যে বিশ্বজিৎ মেটে সেখান থেকে কোনক্রমে পালাতে সক্ষম হয় । মুস্তাকিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এরপর আউসগ্রাম থানার পুলিশ দুই সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণগোপাল পাল ও সুজয় মাঝিকে গ্রেফতার করে।তাদের ব্যবহৃত দুটি মোটরবাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে । তদন্তে নেমে পুলিশ পলাতক সিভিক ভলেন্টিয়ারেও খোঁজ চালাচ্ছে ।সিভিক ভলেনটিয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মুস্তাকিমের পরিবার পরিজন গ্রামবাসীরা ।
See also  ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের 150 ঘরছাড়া বিজেপি কে ঘরে ফেরালেন বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি