আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বজ্রপাতে পূর্ব বর্ধমানে একদিনে মৃত ৫ – জখম

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত
জ্রপাতে একই দিনে পূর্ব বর্ধমানে মৃত্যু হল পাঁচ জনের ।আহত হয়েছেন আরও চার জন ।সোমবার এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে জেলার গলসি ,খণ্ডঘোষ ও দেওয়ানদিঘী থানা এলাকায় ।পুলিশ মৃতদেহ উদ্ভার করে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে মৃতরা হলেন,আমেরুল খলিফা(৩০), মসলেম চৌধুরী (৬০),বাবলু মেটে (৪৫) ,সীমা বাগ (৪৫)। দেওয়ানদিঘী থানার তালিত এলাকার এক মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি । মৃতদের মধ্যে আমেরুল বীরভূমের বাসিন্দা ।

অপর মৃত মসলেম চৌধুরী ও বাবলু মেটে গলসির বাবলা গ্রাম ও অনুরাগপুরে বাসিন্দা।মৃত সীমা বাগের বাড়ি খণ্ডঘোষের দুবরাজহাট গ্রামে । মৃত চারজন পেশায় ক্ষেতমজুর । শুধুমাত্র দেওয়াদিঘীর তালিত এলাকার ব্যক্তি এদিন দুপুরে পুকুরপাড়ে বসে মাছ ধরছিলেন । তখনই বজ্রপাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে চার ক্ষেতমজুর এদিন দুপুরে চাষের জমিতে ধান গাছ রোয়ার কাজ করছিলেন । ওই সময়ে হঠাৎতই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় ।বজ্রপাতে গলসি এলাকার জমিতে কাজ করা চার জন জমিতেই লুটিয়ে পড়েন । তাদের উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন । আহত একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে খণ্ডঘোষের দুবরাজহাট এলাকার ক্ষেতমজুর সীমা বাগ ও তাঁর পরিবারের আপর দুজন একই সময়ে এলাকার চাষের জমিতে ধান গাছ রোয়ার কাজ করছিলেন।
বজ্রপাতে সীমার মৃত্যু হয় । আহত হন তাঁর পরিবারের দুই সদস্য । চিকিৎসার জন্য তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । একই দিনে জামালপুর থানার বেত্রাগড় নিবাসী ক্ষেতমজুর কবিতা মুদি (৩৮)জখম হন । তিনিও চাষের জমিতে ধান গাছ রোয়ার কাজ করছিলেন । তখনই বজ্রপাতে তিনি জখম হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন

See also  দক্ষিণ দামোদর এলাকায় রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হলো প্রশাসনের পক্ষ থেকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি