পাপাই সরকার,পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমানের সহকারী জেলা সভাধিপতি দেবু টুডু করোনা পজিটিভ হয়েছেন। এর ফলে আলোড়ন পড়েছে জেলার প্রশাসনিক মহলে। কয়েকদিন আগেই দলের রাজ্য সমন্বয় কমিটির সদস্য হয়েছেন এই আদিবাসী নেতা। গত শুক্রবার তার করোনা পরীক্ষা হয়। আজ পজিটিভ রিপোর্ট এসেছে। দেবু টুডু বর্তমানে উপসর্গহীন।
তাকে হোম কোয়ারিন্টিনে থাকতে বলা হয়েছ। জেলায় একের পর এক ভি আই পিদের তাদের সহকর্মীর পজিটিভ হচ্ছেন।ইতিমধ্যে কয়েকদিন আগে জেলা পুলিশের কয়েকটি উচ্চপ্রদস্থ আধিকারিকদের করোনা পজেটিভ হয়েছিলো ।
এছাড়াও পরপর আক্রান্ত হন পূর্ব বর্ধমানের ভাতার বর্ধমান উত্তর ; মেমারি এবং রায়নার বিধায়কের দেহরক্ষী।দেবু টুডুর ব্যক্তিগত দেহরক্ষীও পজিটিভ হয়েছেন।এদের সবাইকে জেলা কৃষি খামারের কোয়ারিন্টিনে রাখা হয়েছে।তখন থেকেই পূর্ব বর্ধমানের জেলা পরিষদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সেদিন থেকেই দেবু টুডুর পরিবারের তার মা স্ত্রী ও কন্যাকে আলাদা রাখা হয়েছে।বর্তমানে দেবু টুডু বাংলোয় আলাদা ঘরে আছেন।
স্বাস্থ্য কর্তাদের সাথে তিনি কথা বলেছেন।আপাতত উদ্বেগের কোন কারণ নেই।কারণ তার কোনো উপসর্গ নেই।গত কদিন ধরে পূর্ব বর্ধমানের কোভিড সংক্রমণের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।গতকাল জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন।ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায়১০ জন করোনা পজেটিভে মৃত্যুর খবর পাওয়া গেছে স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী।এই মুহূর্তে জেলায় ১৭৭ টি কনটেনমেন্ট জোন রয়েছে।
জেলায় মোট চিকিৎসাধীন আছেন২৮৫ জন।মোট আক্রান্ত হয়েছেন ৫৮২ জন।সংক্রমণ মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৮৭ জন।বর্ধমান মেমারির মত শহর আর বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সব এলাকায় পুরো লকডাউন জারি হয়েছে।
কার্যতঃ পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। লাগাতার স্বাস্থ্যবিধি মানতে প্রচার চলছে। তবুও সংক্রমণের লাগাম পড়ানো যাচ্ছে না।আজ নতুন করে দেবু টুডুর মতো ভি আই পি আক্রান্ত হলেন।সংক্রমণ বাড়ছে।বাড়ছে উদ্বেগও ।
https://www.facebook.com/Krishaksetuofficial/posts/692782794605770