আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাস্থ্য দপ্তরে চাকরি দেবার নামে প্রতারণা কাণ্ডে এবার গ্রেফতার এক স্কুল শিক্ষক ও চক্রের পাণ্ডা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :-
স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা কাণ্ডে এবার গ্রেফতার হল চক্রের মূল পাণ্ডা ও এক স্কুল শিক্ষক ।পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ মঙ্গলবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্ত্বর থেকে প্রতারণা চক্রের পাণ্ডা ও তার স্কুল শিক্ষক সাগরেদকে গ্রেফতার করেছে । ধৃতদের ব্যবহৃত দামি একটি চার চাকার গাড়ি ও দুটি মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে । ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি পুলিশ কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । পুলিশ মনেকরছে
ফরেনসিক পরীক্ষায় দুটি মোবাইল ফোন থেকে আরও একাধীক প্রতারিত ও প্রারকের হদিশ মিলবে ।
স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেবার নামে নাসিরুদ্দিন মল্লিক নামে এক যুবকের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় রায়নার মাছখান্ডা নিবাসী প্রতারক নজমুল হক মল্লিক। খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুর নিবাসী নাসিরুদ্দিন ঘটনার কথা জানিয়ে রায়না থানায় অভিযোগ দায়ের করে ।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামতেই জালে ধরা পড়ে নাজমুল সহ একের পর এক প্রতারক ।এই নিয়ে পুলিশের জালে ৫ প্রতারক ধরা পড়লো । তদন্তে নেমে পুলিশ কর্তারা নিশ্চিৎ হয়েছেন চাকরি দেবার নামে প্রতারণা চক্রের জাল বহুদূর বিস্তৃত রয়েছে ।
ওই প্রতারক চক্রের দ্বারা ৫০ জনেরও বেশী যুবক প্রাতারিত হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ জানিয়েছে , প্রতারণা কাণ্ডে মঙ্গলবার সকালে গ্রেফতার হয়েছিল নাজমুল হক মল্লিক ও তার সঙ্গী হাসিবুল রহমান সেখ ও রামপ্রসাদ সরকার কে ।এদের মধ্যে হাসিবুলের বাড়ি বর্ধমান শহরের বাজে প্রতাপপুরে ।মাধবডিহি থানার কাইতিতে রামপ্রসাদের বাড়ি। তাদের গ্রেফতার করে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই প্রতারণা কাণ্ডের অন্যতম পাণ্ডা কলকাতার ডানলপ নিবাসী দেবরঞ্জন বসু । তার ডেরা বর্ধমান হাসপাতাল চত্ত্বর।

এই ঘটনা জানার পর মঙ্গলবার দুপুরেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হানাদেয় রায়না থানার পুলিশ । হাসপাতাল চত্ত্বর থেকে পুলিশ দেবরঞ্জন বসু ও তাঁর সাগরেদ শঙ্করচন্দ্র বন্দ্যোপাধ্যায় কে গ্রেফতার করে ।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে , গলসির একটি স্কুলে শিক্ষকতা করে শঙ্করচন্দ্র ।তার বাড়ি বর্ধমান শহরের রথতলা আমবাগান এলাকায়। এই দুই ধৃতের কাছ থেকে বেশ কয়েক জনের বায়োডাটাও উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে ।
প্রতারণার একাধীক ধারায় মামলা রুজু করে পুলিশ বুধবার এই দুই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । তদন্তকারী আফিসার তদন্তের প্রয়োজনে ধৃতদের ৭ দিন পুলিশি হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান। ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জনী কাশ্যপ
দুই ধৃতকে ৪ দিন পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।পুরো চক্রটিকে ধরার মরিয়া চেষ্টা চালাচ্ছে রায়না থানার পুলিশ ।
See also  ভবন ভেঙেপড়া নিয়ে বর্ধমান স্টেশানে এসে রেলের বিশেষজ্ঞ দল ও তদন্তকমিটি তদন্ত সারলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি