আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা আক্রান্ত পূর্ব বর্ধমান জেলার দুই থানার শীর্ষ কর্তা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :-
করোনা মোকাবিলা করতে গিয়ে করনা আ্ক্রান্ত হয়ে পড়ছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের একের পর এক শীর্ষ কর্তা। জেলা পুলিশের দুই শীর্ষস্থানীয় কর্তার পর এবার করনা আক্রান্ত হলেন জেলার দক্ষিণ মহকুমার দুই থানার দুই শীর্ষ কর্তা ।খণ্ডঘোষ ও মাধবডিহি থানার শীর্ষ কর্তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।করোনা যোদ্ধারা একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ায় উদ্বিগ্ন জেলা পুলিশের শীর্ষ মহল ।
বিগত কয়েকদিন যাবৎ পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ,নতুন করে জেলার দুই থানার শীর্ষ কর্তা ছাড়াও আরো অনেকের করনা পজিটিভ ধরা পড়েছে। রবিবার রাতে আসা রিপোর্ট অনুযায়ী জেলায় এক দিনে ২৫ জনের করনা পজিটিভ ধরা পড়েছে। ওই রিপোর্ট অনুযায়ী রবিবার পর্যন্ত জেলায় মোট করনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯জন। তার মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে জেলার করনা আক্রান্তদের মধ্যে ২৩০ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন।

পুলিশ কর্তারা একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ায় জেলার থানা গুলি বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ।থানার অফিস রুমের পাশাপাশি পুলিশ ব্যারাকও স্যানিটাইজ করা শুরু হয়েছে। পুলিশ কর্মী সহ থানায় আগত সাধারন মানুষ জনের মুখে মাক্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও থানায় সাধারণের অবাধ প্রবেশেও লাগাম টানা হয়েছে ।থানায় ডিউটি রত অবস্থায় হাতে স্যানিটাইজার ব্যবহার বাড়িয়ে দিয়েছেন সকল পুলিশ আধিকারিকরা । করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে এ দিন বিকেলে মাধবডিহি ও খন্ডঘোষ থানায় যান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
See also  সিংহাসনটা আগলে রাখার জন্য ওরা উস্কানি দিচ্ছে - সেই উস্কানির ফাঁদে পা দিয়ে চারটে মায়ের কোল খালি হল - মিঠুন চক্রবর্তী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি