হুগলির বৈদ্যবাটির জেএন গুপ্ত লেনের (বৈদ্যপাড়ার) বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অর্পিতা জানা(১৭)গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।চারুশীলা বোস বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় সে।বাবা পাঁচু গোপাল জানা পেশায় রং মিস্ত্রী।মা একটি বেসরকারি কারখানায় কাজ করেন।অর্পিতার দিদিও এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।বুধবার সকালে অনলাইনে মাধ্যমিকের ফল দেখে সে।উত্তীর্ণ মানের থেকে দু’নম্বর কম পায় সে।
অন্যদিকে বড় দিদি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।বাড়িতে দুই বোন বেশ কিছুক্ষণ আলোচনা করার পর বড়দিদি অর্পিতাকে সান্তনা দিয়ে ঘর থে বেড়িয়ে অন্য কাজে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জানতে পেরে প্রতিবেশিরা গামছা কেটে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক কাছে নিয়ে যায় ।
চিকিৎসক দেখে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান মেয়েটি খুব ভালো ছিল কি করে যে ভুল কাজটি করলো।অন্যদিকে পরিবারের বক্তব্য মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় মানসিক ভাবে ভেঙে পরে অর্পিতা চরম সিদ্ধান্ত নিয়েছে।পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়।