আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নার সেহারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( রায়না ) :-
রায়নার সেহারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মীদের নিয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হলো। অঞ্চল কমিটির সভাপতি,মেম্বার, বুথের সভাপতি সহ অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে এই বৈঠক। ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য গৃহীত কর্মসূচি ছিল এই আলোচনার মূল বিষয় এমনটাই জানিয়েছেন রায়নার জনপ্রিয় বিধায়ক নেপাল ঘোড়ুই।
দিনের পর দিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আন্দোলন সম্পর্কিত আলোচনা করা হয়েছে এই দিন।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কাজ করে যাবেন বলে জানিয়েছেন নেপালবাবু। রায়না অঞ্চলের মানবিক মুখ বিধায়ক নেপাল ঘড়ুই।২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯ এ লোকসভা নির্বাচনে দলীয় সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুনীল কুমার মন্ডল।
তিনিও জিতেছিলেন 56 হাজার ভোটে।রায়না বিধানসভা থেকে সকল মানুষ রয়েছে তার পাশে। মাননীয় নেপাল ঘড়ুই এর উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নের প্রত্যেকটি ধারা পৌঁছে গিয়েছে রায়নার সমস্ত অঞ্চলে। ভোটের বিষয় নিয়ে এখনো পর্যন্ত তিনি কিছু জানাননি। তবে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদের মাধ্যমে রায়নার সমস্ত অঞ্চলে উন্নয়নের কাজ অব্যাহত রাখার আশ্বাস দিলেন তিনি।

গত বিকেলের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী টানা এক বছর বাংলার মানুষের জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছেন। আইসিডিএস কর্মী, পঞ্চায়েতের মেম্বার, আশা কর্মী থেকে শুরু করে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের ও স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হয়েছে।বর্তমানে পেট্রোল ডিজেলের দাম বাড়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছেন বাস মালিক থেকে শুরু করে কর্মচারীরা।
মুখ্যমন্ত্রী তরফ থেকে মাসের মাস বাস মালিকদের জন্য 15 হাজার টাকা করে দেওয়ার কথা হয়েছে। তার সঙ্গে, কর্মরত অন্যান্য মানুষদের প্রকল্পের আওতায় এনেছেন মুখ্যমন্ত্রী। এখন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়।২০১১সালেমা মাটি মানুষের সরকার রাজ্যে আসার পর থেকে কি কি উন্নয়ন হয়েছে একের পর এক বলে গেলেন তিনি।

 

See also  জেলার শীর্ষে খণ্ডঘোষ ব্লক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি