আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধবডিহিতে একটি সভা অনুষ্ঠিত হলো

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বলরাম সাহা ( রায়না ) :-
রায়না দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধবডিহিতে একটি সভা অনুষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্য দের নিয়েই এই মিটিং।২০২১এর আসন্ন বিধানসভা নির্বাচনের কর্মসূচি আজ থেকেই শুরু করলেন তারা। ভোটের জন্য যে প্রচরকর্য তাও আজ থেকেই শুরু হলো ব্লক জুড়ে। 20১১ সালে মা মাটি মানুষের সরকার রাজ্যে আসার পর থেকে তাদের উন্নয়ন মূলক কর্মসূচিকে সামনে রেখে চলবে এই প্রচার।

 

আজকের এই মিটিং এ উপস্থিত ছিলেন, রায়নার জনপ্রিয় বিধায়ক মাননীয় নেপাল ঘোরুই মহাশয়, ব্লকের সভাপতি শেখ আনসার আলী খান, মহিলা সভা নেত্রী গায়েত্রী কুন্ডু সহ প্রধান,উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ,মেম্বার সহ তৃণমূল কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মরত মহিলাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে জানিয়েছেন রায়না দু’নম্বর ব্লক এর যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কলিমুদ্দিন।‌

 

See also  রেশনে কারচুপির কথা স্বীকার করেনিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি