কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :-
খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলে তোরকোনা বাজারে চীনা দ্রব্য বর্জনের কারণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। গত সোমবার লাদাখের গালওয়ান সীমান্তে ভারত চীন দ্বন্দ্বের কারণে নিহত হয়েছেন কুড়ি জন ভারতীয় জওয়ান। নিশংস ভাবে চীনের সৈন্যরা হত্যা করেছে ভারতীয় জওয়ানদের। অস্ত্রবিরতি চুক্তি মানেনি তারা। এরই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও তীব্র প্রতিবাদ জানাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কুশপুত্তলিকা দাহ করা হয় জনসমক্ষে।
এই বিক্ষোভ কর্মসূচিতে প্রধান উদ্যোক্তা হলেন সম্পর্ক সামাজিক সংগঠন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যোগদান করেছিলেন আজকের বিক্ষোভ মিছিলে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই করা হয় বিক্ষোভ মিছিল। শুধু কৈয়ড় কিংবা তোরকোনা অঞ্চলের বাসিন্দারা নয়, পাশাপাশি গ্রাম যেমন গোপালবেড়া কেন্দুর এবং সেহারা অঞ্চলের বাসিন্দারাও ছিলেন, এমনটাই জানিয়েছেন আরিন গ্রামের বাসিন্দা রথীন রায়। বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি তারা চীনের প্রতি ক্ষোভ উগরে দিলেন। বললেন, তাদের এই আঘাতের প্রত্যাঘাত করতে ভারত সরকার তৈরি হয়েছে, সাবধানে থাকুন সতর্ক থাকুন ।