আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নার বাঁকুড়া মোড়ে পথদূর্ঘটনায় মৃত 2

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
ইমতিয়াজ আলি ( বাঁকুড়া মোড় ) :-
শুক্রবার সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনার।রায়নার বাঁকুড়া মোড়ের কাছে বর্ধমান আরামবাগ রোডে ঘটে দুর্ঘনাটি।জানা গেছে এদিন সকালে বাইকে করে ক্যাটারিং এর কাজেবর্ধমান যাওয়ার পথে একটি লরির সঙ্গে তাদের ধাক্কা লাগলে দুজনেই লরির পিছনের চাকায় পড়ে যায়।

চাকায় পিষ্ট হয়ে যায় দুজনেরই মাথা।ঘটনাস্থলে মারা যান শেখ কিবরিয়া(50) ও শেখ আসাদুল (26)।বাইকে সওয়ারী ওপর একজন অল্পের জন্য বেঁচে যায়।দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়।সেখানেই মৃতদের ময়না তদন্ত হবে বলে জানা গেছে।মৃত দুজনের বসবাস পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার ছাতিমপুর গ্রামে।আকস্মিক এই দুর্ঘনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

See also  গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বধূকে খুন - গ্রেপ্তার স্বামী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি