আজ পহলানপুর অঞ্চলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় এ দীর্ঘদিন পর বৈঠক অনুষ্ঠিত হলো। করোণা মহামারী এবং আম্ফান পর তৃণমূল কংগ্রেসের প্রথম দলীয় বৈঠক। রাজ্য কে বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বহু পদক্ষেপ গ্রহণ করেছেন। যা মানুষের কল্যাণে সহায়ক হয়েছে। তাঁরই অনুপ্রেরণায় নেপাল ঘোড়ই এর উদ্যোগে সামাজিক দূরত্ব মেনে এই বৈঠক সংঘটিত হয়।
পহলানপুর অঞ্চলের প্রত্যেকটা গ্রামের সভাপতি অঞ্চল কমিটির সদস্যরা মিলে এই বৈঠক হয়। আজ উপস্থিত ছিলেন, পহলানপুরের উপপ্রধান সুব্রত কুমার সরকার, অঞ্চল সভাপতি সত্যজিৎ ব্যানার্জি সহ বুথের অন্যান্য কর্মীরা। 2021 এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করলেন তৃণমূল কংগ্রেস কার্যালয় অন্দরমহল থেকে, এমনটাই জানিয়েছেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মির্জা সাকির হোসেন।