পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা জিপির রূপসা এবং কুমিরখোলা গ্রামের প্রায় 100 টা পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেস। বৃষ্টির মধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শশঙ্গা অঞ্চলের মিটিং হলে সকলে যোগদান করে। খণ্ডঘোষ ব্লকের বিধায়ক নবীনচন্দ্র বাগ ও ব্লক সভাপতি অপার্থিব ইসলাম এর হাত ধরে সকলে তৃণমূলে যোগদান করলেন,এমনটাই জানিয়েছেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়।
এদিন উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, অঞ্চল সভাপতি শ্যামল পাঁজা, ব্লক তৃণমূলের দুই সাধারন সম্পাদক বিদ্যুৎ মল্লিক ও ফিরোজ হোসেন, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষক নেতা বিশ্বনাথ রায় সহ শাখারী 1 এবং 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সসঙ্গা অঞ্চলের প্রধান ।
প্রসঙ্গত উল্লেখ্য এক বছর আগে এই দিনে বেশ কিছু মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। সেই ঘটনার বিপরীত নিদর্শন। আজ একশ টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তাদের মুখ থেকে শোনা গেল, বাংলার পথে ঘাটে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ দেখে অভিভূত হয়েছে তারা সেই কারণেই যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।