পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে রায়না দু নম্বর ব্লকের ব্লক কমিটি পঞ্চায়েত সমিতির সভাপতি কমিটির মেম্বার কর্মাধ্যক্ষ প্রত্যেকটা অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান সহ শাখা সংগঠন এর প্রধান দের নিয়ে রায়না দুই ব্লকে সংঘটিত হলো দলীয় মিটিং। আলমপুরের দলীয় কার্যালয় থেকেই হয় এই মিটিং। .
ভবিষ্যতে মানুষের কাছে পৌঁছে যাওয়া তার সঙ্গে তাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই মিটিংয়ে। কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন। করোনা আবহ চলছে। এরমধ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিভাবে নেয়া হবে আর কিভাবে মানুষের কাছে পৌঁছে গিয়ে প্রচার করা হবে সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন জনপ্রতিনিধিসহ তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই জানালেন বিধায়ক নেপাল ঘোড়ুই। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের আপদকালীন সময়ে পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সাহায্য করে গেছে।
এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলী খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, কিসান ক্ষেতমজুর সভাপতি সেখ সিরাজ, যুব সভাপতি শাকির মির্জা, যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কলিম উদ্দিন(বাপ্পা )থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যগণ।