আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হুগলীর শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে কেন্দ্রীয় পযবেক্ষক দল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
হুগলি :-
রোনার চিকিৎসা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এবার হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে এলো কেন্দ্রীয় প্রতিনিধির একটি দল।বৃহস্পতিবার সকালে
তিনজনের এই প্রতিনিধি দলে ছিলেন পীযুষ গোয়েল, ডঃ সত্যজিত সেন এবং জেলি সিং। হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কত রোগী এই মুহুর্তে ভর্তি ও হাসপাতালে চিকিৎসার সরকারী নিয়ম বিধি ঠিকমত পালন করা হচ্ছে কিনা তাও জিঙ্গাসাবাদ করেন তারা।

জেলা সদর এবং মহকুমা হাসপাতাল গুলির পাশাপাশি এই হাসপাতাল করোনা চিকিৎসায় প্রথম দিন থেকেই লড়াই চালিয়ে আসছে। এখনও অবধি ১০০ জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এই মুহুর্তে আটত্রিশ জন এই হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন। ফলে এই দীর্ঘমেয়াদি লড়াই এ আরোও বেশ কয়েকদিন লড়াই চালিয়ে যেতে হাসপাতাল কতৃপক্ষকে মনোবল বাড়ানোর জন্যও অনুপ্রানিত করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদশ্যরা।
শ্রমজীবী হাসপাতাল কতৃপক্ষের দাবি কোভিন ১৯ চিকিৎসার ক্ষেতে হাসপাতালের পরিকাঠামো দেখে রিতিমত খুশি এই কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।এরপর তারা কোলকাতার উদ্দেশ্য রওনা দেয়।
See also  প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা -বাংলায় ফের তৃণমূলই ক্ষমতায় আসছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি