আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে এসে অমিত শাহর ভার্চুয়াল সভা নিয়ে তীব্র কটাক্ষ করলেন সূর্যকান্ত মিশ্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :- 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে তীব্র কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার বর্ধমানে এসে সূর্য বাবু বলেন , দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থ মন্ত্রী অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন । এখনও দেখাচ্ছেন । কিন্তু বাস্তবে দেশের সাধারণ মানুষ কিছুই পাননি ।তাই ওদের প্রতিশ্রুতিরও কোনো মূল্য নেই বলে এদিন সূর্যকান্ত মিশ্র দাবি করেন ।

সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন
দলীয় কর্মসূচীতে যোগ দিতে বর্ধমানে এসেছিলেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি বর্ধমানের নীলপুরে দলের কর্মী সমর্থকদের পরিচালিত পিপলস কিচেনে যান। সেখানে তিনি নিজের হাতে কয়েকজনকে খাবার পরিবেশন করেন । পিপিলস কিচেন প্রসঙ্গে সূর্য বাবু বলেন ,গোটা রাজ্যে তাঁদের এমন কিচেন ও সব্জি বাজার চলছে।

পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন,আমাদের দেশের এবং রাজ্যের দুটো সরকারেরই ভুল নীতি সাধারণ মানুষকে বিপাকে ফেলে দিয়েছে ।অপরিকল্পিত লকডাউনের জেরে দেশের পরিযায়ী শ্রমিক সহ কোটি কোটি মানুষকে বিপদে পড়তে হয়েছে । এখন আবার অফিসে যাবারও বাস নেই। কাজও হারাচ্ছেন বহু মানুষ।তিনি মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞ , চিকিৎসক ও বিজ্ঞানী বলেও কটাক্ষ করেন ।
পিপিলস কিচেন ঘুরে এসে সন্ধ্যা ৭টা নাগাদ সূর্যকান্ত মিশ্র সাংবাদিকদের মুখোমুখি হন।সাংবাদিক বৈঠকে সূর্য বাবু জানান , তিনি অমিত শাহের ভার্চুয়াল সভার পুরোটা শোনেননি। একই সঙ্গে দাবি করেন ওদের কোন কথা বা প্রতিশ্রুতির কোন দাম নেই।প্রধানমন্ত্রী থেকে অর্থমন্ত্রী অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ কিছুই পাননি। কৃষিজীবী মানুষের একাউন্টে টাকা পাঠানোর কথারও কোন মূল্য নেই। চীন ভারতের সীমান্ত সংঘাত প্রসঙ্গে সূর্যকান্ত বাবু বলেন;আমরা যুদ্ধ চাই না।
See also  নরেন্দ্র মোদির যত দাড়ি বাড়ছে,তত রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে - অনুব্রত মন্ডল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি