হিন্দুস্থান কেবলস বন্ধ কারখানার জঙ্গলের ভেতর পরিত্যক্ত কুয়ো থেকে এক মহিলার পঁচাগলা দেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে ।জানা গেছে মৃত মহিলার নাম মঙ্গলি টুডু(২৮)। দশ দিন থেকে এই মহিলা নিখোঁজ ছিলো।পুলিশের কাছে পরিবারের তরফে নিখোঁজের কোনো অভিযোগ করা হয়নি। তার বাড়ি সালানপুর থানার অন্তর্গত উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ভাদোলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে যান যায় বন্ধ হিন্দুস্থান কেবলস কারখানার জঙ্গলে গ্রামের মহিলারা জ্বালানির কাঠ কাটতে গেলে,জঙ্গলে একটু দুর্গন্ধ পায় আর সেই দুর্গন্ধ কথা থেকে আসছে জানতেই জানা গেল ওই জঙ্গলেই একটি বড় আকারের কুয়ো রয়েছে সেখানে একটি মহিলার পঁচাগলা মৃত দেহ ভাসতে দেখে যায়। সেই খবর গ্রামবাসীদের দিতেই ছুটে আসে গ্রামের মানুষজন।খবর দেওয়া হয় রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ সিকান্দর আলমকে।
খবর পেয়ে রূপনারায়নপুর পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর উপস্থিতিতে স্থানীয় কিছু যুবকের সহায়তায় মহিলার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে এই ঘটনায় জড়িত সন্দেহে মৃতার স্বামী বলদেব বাসকি কে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার সকালে হিন্দুস্থান কেবলসের পরিত্যাক্ত জঙ্গল এর কুয়ো থেকে একটি মৃতদেহ ভাসছে তার খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে।তবে পুলিশ জানিয়েছে ময়না-তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।