“২৬-এর ভোটে আমরাই জিতব, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। ভীষণভাবে জিতব, অনেক বেশি ভোটে জিতব”— এমনই দৃঢ় প্রত্যয় প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়।
রবিবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম-২ ব্লকে ব্লক সভাপতি আব্দুল লালনের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেন।
এদিন এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন শতাব্দী রায়। তিনি বলেন, “এসআইআর-এর আতঙ্কে কোথাও নাম না থাকা, কোথাও তথ্যের ভুলের কারণে বহু মানুষ চরম মানসিক চাপে পড়েছেন। এমনকি কেউ কেউ আত্মঘাতীও হয়েছেন। আত্মহত্যার আগে সুইসাইড নোট পর্যন্ত লিখে গেছেন অনেকে। আমরা কমিশনের কাছে গিয়েছিলাম, কিন্তু দিল্লির সরকার বা কমিশন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি”।
পাশাপাশি শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় তিনজন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করেন শতাব্দী রায়। তিনি বলেন, “বিরোধী দলের কর্মী হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রতিনিধি পাঠিয়েছেন, এই সৌজন্যতাবোধ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিকতা সকলের মধ্যেই থাকা প্রয়োজন”।







