উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মন্দিরবাজার থেকে দীর্ঘ ২৫ বছর ধরে প্রকাশিত হয়ে চলেছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রতিভার সন্ধানে।আর তাদের রজত জয়ন্তী বর্ষে শনিবার কলকাতার মৌলালি যুব কেন্দ্রে হয়ে গেল বিশ্ব সাহিত্য সম্মেলন।এদিন মনিষিদের ছবি নিয়ে শোভাযাত্রা শিয়ালদহ বিগবাজার থেকে শুরু হয়ে মৌলালি যুব কেন্দ্রে এসে শেষ হয়।
এদিন রাজ্যের বিভিন্ন জেলা সহ ১১ টি রাস্ট্রের সাহিত্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন,অধ্যাপিকা মিরাতুন নাহার,পৃথ্বীরাজ সেন অধ্যাপক ডক্টর শংকর প্রসাদ নস্কর,কবি শ্রীমন্ত মন্ডল,প্রতিভার সন্ধানের সম্পাদক ইউসুফ মোল্লা সহ আরো অনেকে।এদিনের এই বিশ্ব সাহিত্য উৎসবে বাংলাদেশ, নেপাল,কর্ণাটক, ত্রিপুরা, শ্রীলংকা, আমেরিকা, ভূটান, জার্মানি, থাইল্যান্ড সহ একাধিক রাস্ট্র থেকে সাহিত্যের প্রতিনিধিরা অংশ নেন।
এদিন এব্যাপারে প্রতিভার সন্ধানের সম্পাদক ইউসুফ মোল্লা বলেন,বিশ্ব সাহিত্য উৎসবের মধ্যে দিয়ে বিশ্বের বিভিন্ন রাস্ট্রের সাহিত্য প্রেমী কবি ও লেখকের এক বিরল মিলন ঘটানোর চেষ্টা করলাম।সাহিত্য কে বাঁচাতে গেলে সাহিত্যেকে ভালোবাসতে হবে।এদিন প্রতিভা সন্ধানে পত্রিকার রজত জয়ন্তী বর্ষের সংখ্যার উদ্বোধন করেন পত্রিকার সভাপতি অধ্যাপক ডঃ শঙ্করপ্রসাদ নস্কর।এদিন বহু সাহিত্যিককে বিশ্ব সাহিত্য সম্মান প্রদান করা হয়।সাহিত্যের পাশাপাশি আলোচনা সভা ও এদিন অনুষ্ঠিত হয় এখানে।







