আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটার তালিকা সংশোধন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কাটোয়ায় জেলা তৃণমূলের জরুরি সভা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া সংহতি মঞ্চে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু-সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় ব্লক, টাউন ও অঞ্চল স্তরের নেতৃত্ব এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় ভোটার তালিকা থেকে দুই লক্ষেরও বেশি নাম বাদ পড়ার প্রেক্ষিতেই এই জরুরি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যাপক নাম বিয়োজনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

সভায় আগামী দিনের সাংগঠনিক রণকৌশল, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত পদক্ষেপ এবং দলীয় কর্মীদের করণীয় বিষয়গুলি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শুরু হওয়া ‘উন্নয়নের পাঁচালী’ প্রচার কর্মসূচি নিয়েও এই দিন আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

See also  বাণী বন্দনায় ভাসতে পারে রাজ্য ও জেলার বিভিন্ন জায়গা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি