স্বাধীনতার ৭৫ বছর পর সুন্দরবনের গোপালগঞ্জে প্রথম পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী কাঁচা রাস্তার পরিবর্তনের দাবি জানিয়েছেন। এবার সুন্দরবন দফতরের উদ্যোগে ও কুলতলী বিধানসভার বিধায়কের ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসী শঙ্খ বাজিয়ে এবং মঙ্গল ফিত কেটে রাস্তার উদ্বোধন করেন। এলাকাবাসী জানান, রাস্তার দীর্ঘদিনের দাবি নিয়ে তারা জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন এবং কখনও ধর্ণা দিয়ে প্রতিবাদও করেছেন।
স্থানীয়রা খুশি প্রকাশ করে বলেন, নতুন পাকা রাস্তার ফলে বর্ষাকালে স্কুল-কলেজে যাতায়াত, হাসপাতাল যাওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমবে। অসুস্থ রোগীরা রাস্তা ব্যবহার করে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকতেন, যা এখন কমবে বলে আশাবাদী তারা।








