নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত চাঁদপুর এলাকায় হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে স্বামীর বন্ধুর প্রেমের সম্পর্ক চললেও তা ঘুনাক্ষরেও টের পাননি স্বামী। গত পরশুদিন বাপের বাড়ি যাওয়ার নাম করে, স্বামীর সেই বন্ধুর সঙ্গেই বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী। পরদিন দু’জনের বিয়ের ছবিও স্বামীর মোবাইলে পাঠানো হয়। এই ঘটনার পর চরম মানসিক আঘাতে ভেঙে পড়েন স্বামী। শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।
মৃত যুবকের নাম চিরঞ্জিত দেবনাথ। বাড়ি চাঁদপুর এলাকাতেই। জানা গিয়েছে, নদীয়া জেলার এক যুবকের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্যান্ডেলে ইলেকট্রিকের কাজ করতেন। সেই সূত্রে ওই যুবকের চাঁদপুরের বাড়িতে যাতায়াত ছিল তার। সেখান থেকেই ধীরে ধীরে চিরঞ্জিতের স্ত্রীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।
সোমবার, অর্থাৎ ৮ ডিসেম্বর রাতে বাড়িতে একটি সুইসাইড নোট লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন চিরঞ্জিত দেবনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সুইসাইড নোটে তিনি স্পষ্টভাবে তার স্ত্রী ও বন্ধুর নাম উল্লেখ করে মৃত্যুর জন্য তাদের দায়ী করেছেন।
মঙ্গলবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে নাদনঘাট থানার পুলিশ।








