আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোবাইল আসক্তির জেরে মায়ের বকুনি সহ্য করতে না পেরে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী, শোকস্তব্ধ গ্রাম!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার, ভাতার থানার অন্তর্গত গ্রামডিহি গ্রামে মর্মান্তিক ঘটনা। মোবাইলে অতিরিক্ত আসক্তির কারণে মায়ের বকুনি সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হল এক অষ্টম শ্রেণির ছাত্রী। মৃত কিশোরীর নাম বর্ষা সাঁতরা। সে গ্রামডিহি কালিপদ হাই স্কুলের ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পড়াশোনার পরিবর্তে মোবাইলে বেশি সময় কাটাত বর্ষা। অতিরিক্ত মোবাইল আসক্তির ফলে তার পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছিল। বিষয়টি নিয়ে বাড়িতে প্রায়ই বকাবকি চলত। শনিবার বিকেলেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকার সময় তার মা তাকে বকুনি দেন। সেই বকুনি সহ্য করতে না পেরে চরম অভিমানে বাড়িতে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে নেয় ওই কিশোরী।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের বক্তব্য, পড়াশোনায় ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে বাড়িতে অশান্তি নতুন কিছু ছিল না। তবে এমন করুণ পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের মানসিক চাপ, আবেগপ্রবণতা এবং ডিজিটাল ব্যবহারের উপর নিয়ন্ত্রণ না থাকাই এই ধরনের ঘটনার অন্যতম কারণ। পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

See also  বাঁকুড়া সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী ভোটের প্রচার শুরু করলো দেওয়াল লিখনের মাধ্যমে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি