পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নর্জা এলাকায় বেহাল রাস্তার কারণে ফের মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার দুপুর প্রায় দুইটার সময় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা মারলে এক যুবকের মৃত্যু হয়, আহত হন আরও একজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
নতুনহাট থেকে একটি মোটরসাইকেল বর্ধমানের দিকে যাচ্ছিল। নর্জা বাসস্ট্যান্ডের আগে গভীর গর্তে সামনে থাকা মোটরবাইকটি পড়ে যায়। মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে। মোটরসাইকেলে ছিলেন দুই ব্যক্তি।
স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতলে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সুব্রত পাঠককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দেবনাথ ঘোষকে দ্রুত স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সুব্রত পাঠক লাভপুর এলাকার বাসিন্দা এবং আহত দেবনাথ ঘোষের বাড়ি কীটনাহার এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনার পর রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ ফেটে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, নতুনহাট থেকে ৬ মাইল পর্যন্ত বাদশাহী সড়কের করুণ অবস্থা প্রতিদিনই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।







