পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের নতু অঞ্চলের খুয়েরপাড় গ্রামে শনিবার বিকেলে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। আক্রান্ত বাড়িটি ছিল স্থানীয় বাসিন্দা আয়ুব আলীর। আচমকাই বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে গ্রামবাসীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক তৈরি করে।
স্থানীয়রা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি খবর দেন দমকলকে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে সম্পূর্ণ মাটির বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। তবে স্বস্তির বিষয়—এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসন সূত্রে জানা গেছে, সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শনিবারের এই ঘটনায় পুরো খুয়েরপাড় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আমাদের খবর সম্প্রচারের পরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন রায়নার বিধায়ক শম্পা ধারা। সঙ্গে ছিলেন রায়না-১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কল্লোল মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক চন্দন, শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসীম নায়েক, রায়না অঞ্চলের প্রাক্তন প্রধান রাজু নন্দী, তৃণমূল নেতা অনন্ত বসু, তৃণমূল নেতা বাবু এবং জয়হিন্দ বাহিনীর সভাপতি বাপ্পা চন্দ্রসহ আরও অনেকে।
বিধায়ক শম্পা ধারা জানান, “আমরা পরিবারটিকে প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী ও পোশাক তুলে দিয়েছি। পাশাপাশি বিডিও দপ্তর থেকেও পরিদর্শন করা হয়েছে। কীভাবে পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা যায়, তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং জনসাধারণের সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা পেল খুয়েরপাড়ের আয়ুব আলীর পরিবার, তবে অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনও গ্রামবাসীর মনে রয়ে গেছে।








