আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এর যুক্তি-তক্কো’, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা, ৭ ডিসেম্বর: ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর। সমীক্ষার শুরু থেকেই বিএলওদের বিক্ষোভ। কাজের মাত্রারিক্ত চাপের অভিযোগ। যার জেরে বাংলা সহ কয়েকটি রাজ্যে আত্মহত্যারও অভিযোগ উঠেছে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাড়াহুড়োর অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টেও।

অবশেষে সেই চাপের মুখে এসআইআরের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা নেওয়া থেকে শুরু করে, প্রতিটি পদক্ষেপেই সাত দিন করে পিছিয়ে গিয়েছে ডেডলাইন। এনুমারেশন ফর্ম জমা নিয়ে আপলোড করার কাজ ১১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। খসড়া তালিকা নিয়ে যাবতীয় অভিযোগ, কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি।তার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি। এসআইআরে সময়সীমার মধ্যে কাজ শেষ করার চাপ নিয়ে ক্ষুব্ধ বিএলওদের একাংশ।

তাদেরই কেউ কেউ কমিশনের দফতরে ধর্নাতে বসেছেন। এবারে ডেডলাইন পিছনোর সিদ্ধান্তকে তাঁরা কমিশনের নতি স্বীকার বলেই মনে করছেন। এসআইআর নিয়ে তাড়াহুড়োর অভিযোগ আগেই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এসআইআর স্থগিত করার দাবিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও চিঠিও দিয়েছেন। এবারে হঠাৎ সময়সীমা বাড়ানোর পরই তাই কমিশনকে নিশানা করে আসরে নেমে পড়েছে তৃণমূল। আরেকদিকে বিজেপিও ছেড়ে কথা বলার পাত্র নয়।

নিবিড় ভোটার সমীক্ষাকে নিয়ে চলছে চরম দড়ি টানাটানি। SIR প্রতিটি ধাপ যেন পরিকল্পনা মতো হয়। তা নিশ্চিত করতেই ১৩ জন বিশেষ পর্যবেক্ষকে বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবার কি সুষ্ঠুভাবে শেষ হবে SIR-এর কাজ? কী ফল হবে চূড়ান্ত তালিকায়? বাদের খাতায় কত নাম? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই _TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এর যুক্তি-তক্কো’, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।_

See also  এবার বিজেপি নেতার নামে ভুয়ো ব্যক্তিকে যোগদানের অভিযোগ ঘিরে বিতর্কে তৃণমূল কংগ্রেস, সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ বিজেপি নেতার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি