উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সামনে বিধানসভার নির্বাচনকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করার লক্ষে জয়নগর বিধানসভার জয়নগর ২ নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকালে জয়নগর ২ নং ব্লকের মোল্লার চক মোড় থেকে নিমপীঠ পর্যন্ত এস আই এর প্রতিবাদে এক বিশাল পদযাত্রা হয়ে গেল।

এদিনের এই পদযাত্রায় নেতৃত্ব দেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস।এছাড়া এদিনের পদযাত্রায় পা মেলালেন জয়নগর ২ নং ব্লকের বি ই আর এস সাহাবুদ্দিন শেখ, তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাস, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিংয়াকা মন্ডল,প্রাক্তন সভাপতি মোনাজাত খান, জয়নগর ২ নং ব্লক তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি হারুন রশীদ মোল্লা,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ, ওয়াহিদ মোল্লা, কর্ণকান্তি হালদার,তৃনমূল জয় হিন্দ বাহিনীর জেলার যুব সভাপতি রাজু লস্কর,মাতিন হালদার জান্নাত মোল্লা সহ আরো অনেকে।

এস আই আর কে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তোলার লক্ষে এদিনের পদযাত্রায় জয়নগর দু’নম্বর ব্লকের ৬ টি অঞ্চলের প্রধান,উপপ্রধান, অঞ্চল নেতৃত্ব সহ বহু তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক অংশ নেন।এদিন বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,এস আই এর নামে কোনো বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না।বাধ গেলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।








