এবার দাসকলগ্ৰাম কড়েয়া ১নং অঞ্চলের জুবুটিয়া গ্ৰামের বছর (২৭) এর পরিযায়ী শ্রমিক পরিমল হাজরা’র মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।
জানা গেছে, পরিমল চেন্নাইয়ের ওরগদম কার্টুন ফ্যাকটারি তে ১০বছর ধরে কাজ করতো। সেই মতো বুধবারও সেখানেই কাজ করতে আচমকা বুকে ব্যাথা ওঠে। পরে অন্যান্য শ্রমিক রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন হার্ট-অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে সেই খবর পরিমলের বাড়িতে এসে পৌঁছতেই গ্ৰামে জুড়ে নেমে আসে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিমল তাঁর পরিবারের সংসারের হাল ধরতেই চেন্নাইয়ের ওরগদম কার্টুন ফ্যাকটারি তে ১০বছর ধরে কাজ করতো। তাঁর বাড়িতে রয়েছে মা, বাবা ও দুই ছেলে তাঁদের মধ্যে পরিমল ছোটো ছেলে ও পরিতোষ হাজরা বাড়ির বড়ো ছেলে। পরিমল ভিন রাজ্যে গিয়ে কাজ করলেও তাঁর দাদা গ্ৰামেরই একটি লেদ কারখানায় কাজ করে।
স্থানীয় বাসিন্দা প্রভাত গড়াই বলেন, পরিমলের অকাল মৃত্যুতে সমগ্ৰ গ্ৰাম সহ আমরাও শোকাহত।
বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট








