বাংলার মা-মাটি-মানুষের সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নতুন এক মাইলফলক স্পর্শ করল। আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের উচ্চশিক্ষা সহায়ক এই প্রকল্পে ইতিমধ্যেই ১ লক্ষের বেশি শিক্ষার্থী সুফল পেয়েছেন বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড যাত্রা—এবার সেই প্রকল্প আরও বিস্তৃত সাফল্যের পথে।
সরকারি তথ্য অনুযায়ী, বহু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন,
“পড়ুয়াদের ভবিষ্যৎ যেন অর্থের অভাবে থমকে না যায়। সেই লক্ষ্যেই আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। লক্ষাধিক ছাত্রছাত্রী এই সুবিধা পাওয়ায় আমরা গর্বিত”। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা তৃণমূল নেতা অপার্থিব ইসলাম উচ্ছ্বসিত হয়ে জানান,
“এই প্রকল্প সত্যিই ঐতিহাসিক। পূর্ব বর্ধমান জেলার পড়ুয়ারা এই কার্ডের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন, তা বাংলার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে”।
শিক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে শিক্ষাসহায়ক প্রকল্পগুলির তালিকায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখন অন্যতম সফল উদ্যোগ হিসেবে স্বীকৃত।
পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সাফল্য সম্পর্কে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তথা শিক্ষক নেতা বিশ্বনাথ রায় জানান, এই প্রকল্প চালুর পর থেকে বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। আর্থিক অনটনে যাতে কেউ পড়াশোনা বন্ধ করতে না হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। বিশ্বনাথ রায়ের আরও দাবি, “হাজার হাজার ছাত্রছাত্রী এই কার্ড থেকে উপকৃত হয়েছে। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার”।








