বোলপুর: বোলপুর থানার নতুন ইনচার্জ (IC) হিসেবে দায়িত্ব পেলেন পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সুদীপ্ত মুখার্জী। তিনি এতদিন বনগাঁ সাইবার ক্রাইম থানার আইসি পদে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রকাশিত পদায়ন তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পরই বিষয়টি নিশ্চিত হয়।
প্রশাসনিক স্বার্থে এই বদলি বলে জানা গেছে। সাইবার অপরাধ মোকাবিলায় সুদীপ্ত মুখার্জীর অভিজ্ঞতা ও দক্ষতা পুলিশের ভিতরে বিশেষভাবে প্রশংসিত। বনগাঁয় দায়িত্বে থাকাকালীন তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইবার অপরাধ দমন করতে সক্ষম হন।
নতুন দায়িত্ব পেয়ে বোলপুর থানায় তিনি কবে যোগ দেবেন তা শীঘ্রই জানা যাবে। এদিকে তাঁর যোগদানকে কেন্দ্র করে বোলপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলেই আশা করছে স্থানীয় মহল।








