আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চোখের জলে ‘হি-ম্যান’-কে বিদায়—অমিতাভ, শাহরুখ, সলমনের উপস্থিতিতে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা বলিউডের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সোমবার দুপুরে আকস্মিকভাবে নেমে এল শোকের ছায়া—চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে কড়া নিরাপত্তার মাঝে খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা যায়। বাবা ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে অভিষেক বচ্চনকে নিয়ে দ্রুত শ্মশানে পৌঁছান অমিতাভ বচ্চন। আমির খান, সলমন খানও ছুটে আসেন ‘বীরু’-কে বিদায় জানাতে। শেষকৃত্যের সেলেব উপস্থিতির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিকেলের দিকে শোকাহত দেওল পরিবারের পাশে থাকতে শ্মশানে পৌঁছান শাহরুখ খানও।

দুপুরে তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই সানি ও ববি দেওলের পাশে দাঁড়াতে বলিউডের অগণিত তারকা ভিড় করেন শ্মশানে। কয়েকদিন আগেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন শাহরুখ ও সলমন। শ্মশানে হাজির ছিলেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, গোবিন্দা, সায়রা বানু, শাবানা আজমি সহ বহু তারকা। ‘রকি অউর রানি’–তে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করা রণবীর সিংও স্ত্রী দীপিকাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন।

অক্ষয় কুমার শোকবার্তায় লেখেন, “শৈশবে আমরা সকলেই ধর্মজি হতে চাইতাম। উনি ছিলেন আমাদের আইডল। আমাদের ইন্ডাস্ট্রির আসল হি-ম্যান। বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। সিনেমার মাধ্যমেই আপনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”

অজয় দেবগন লিখেছেন, “ধর্মজির কথা শুনে মন ভেঙে গেল! ইন্ডাস্ট্রি একজন কিংবদন্তি হারাল আজ। বলিউড সিনেমার অন্যতম প্রাণপুরুষকে হারালাম আজ। শান্তিতে ঘুমোন ধর্মজি।”

ছেলে যুগের সঙ্গে ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে কাজল বলেন, “খুব ভালো একজন মানুষকে হারিয়ে আর পৃথিবী শূন্য হল। ভালো মানুষগুলো একে একে সকলে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আপনাকে চিরকাল ভালোবাসব ধর্মজি।”
দাদু রাজ কাপুরের সঙ্গে ধর্মেন্দ্রর পুরোনো ছবি ভাগ করে নিয়েছেন করিনা কাপুরও।

অনুপম খের আবেগঘন শোকবার্তায় বলেন, “ওঁকে বলিউডের ‘হি-ম্যান’ বলা হত ঠিকই কিন্তু উনি ছিলেন সিনেজগতের সর্বকালের সেরা দয়ালু মানুষ। অসাদারণ অভিনেতা তো বটেই ভীষণ কোমল হৃদয় ছিল ধর্মজির। আমরা আপনাকে মিস করব ধর্মজি। আপনি যেমন সেরা ছিলেন, সর্বদা থাকবেনও।”

See also  সরকারী প্রতিষ্ঠানে মমতা ও আম্বেদকারকে সাক্ষী রেখে হল বিডিও’ র আইবুড়ো ভাতের অনুষ্ঠান

শোকাহত দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিও। আল্লু অর্জুন, চিরঞ্জীবীরাও শ্রদ্ধা জানিয়েছেন। রাহুল গান্ধীর ভাষায় ধর্মেন্দ্রর প্রয়াণ ‘ভারতীয় সিনেশিল্পের এক অপূরণীয় ক্ষতি’—হেমা মালিনী ও দেওল পরিবারকে তিনি সমবেদনা জানিয়েছেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি