আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“SIR-কে হাতিয়ার করে বাংলাকে দখলের চেষ্টা! বিজেপির ‘দলদাস কমিশন’-এর নির্যাতনে ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমান, অভিযোগ অপার্থিব ইসলামের”

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঙালিদের নাম ছাঁটাই করে বহিরাগতদের সুযোগ করে দিতে বিজেপি-নিয়ন্ত্রিত কমিশন পরিকল্পিতভাবে SIR প্রক্রিয়া ব্যবহার করছে—এরকমই তীব্র অভিযোগ তুললেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোঃ অপার্থিব ইসলাম। তাঁর দাবি, “SIR-কে বাংলাকে দখলের হাতিয়ার বানিয়েছে বিজেপির দলদাস কমিশন। বাংলার মানুষকে হয়রানি করাই ওদের লক্ষ্য”।

অপার্থিব ইসলাম জানান, SIR-এর লাগাতার চাপ, অমানবিক হেনস্থা ও অনিয়মিত রিপোর্টিংয়ের জুলুমে বিভিন্ন ব্লকে একাধিক BLO শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আরও অভিযোগ করেন, এই অযৌক্তিক ও চাপিয়ে দেওয়া প্রক্রিয়ার জেরে রাজ্যে এখন পর্যন্ত ৩১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁর কটাক্ষ, “এই প্রতিটি মৃত্যুর নৈতিক দায় বিজেপি এবং তাদের পরিচালিত কমিশনের”।

তিনি দাবি করেন, মানুষের ওপর এই জুলুম-জবরদস্তি বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা। তাঁর কথায়, “২০২৬-এর নির্বাচনে বাংলার মানুষ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে। বহিরাগত শক্তির কাছে বাংলা মাথা নোয়াবে না”।

জেলা পরিষদের এই অভিযোগ ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। SIR প্রক্রিয়ার বিরুদ্ধে মাঠ থেকে প্রশাসনিক স্তর—উভয় ক্ষেত্রেই ক্ষোভ জমছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

See also  মহিলা পুলিশ কর্মীদের জোর পূর্বক সিঁদুর পরানো কাণ্ডে থানায় হাজিরা অভিযুক্ত ছয় বিজেপি নেতা কর্মীর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি