উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সামনে বিধানসভার নির্বাচন।আর তার আগে আবার বড়সড় সাফল্য পেল জয়নগর থানার পুলিশ।বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নির্দেশে গোপন সূএে খবর পেয়ে শনিবার রাতে এস আই বলরাম মন্ডল, এস আই শুভংকর করণ ও এ এস আই প্রবীর বিশ্বাস ও তাদের টিম জয়নগর থানার মহিষমারির সেখ পাড়ার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা আলি হোসেন মোল্লা,বয়স ৩৭ বছর, তার বাড়ির পিছনের একটি পুকুরের নিচে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে।পুলিশ আলি হোসেনের বাড়িতে গিয়ে তাকে দীর্ঘ সময় জিজ্ঞেসাবাদের পরে তার বাড়ির পিছনের পুকুরের তলদেশ থেকে একটি উন্নত মানের সিঙ্গেল ব্যারেল পাইপ গান উদ্ধার হয়।এর পরেই পুলিশ আলি হোসেন মোল্লাকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।

ধৃতকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।








