পূর্ব বর্ধমান জেলার, মেমারি থানার অন্তর্গত নদিপুর এলাকায় পরিত্যক্ত, বহুদিন বন্ধ হয়ে থাকা একটি চায়ের দোকানের পিছনের ফাঁকা মাঠ থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বস্তার ভেতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর থেকেই পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা বলয় তৈরি করেছে মেমারি থানার পুলিশ। তবে ঠিক কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছিল এবং কোন উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি এখানে মজুত করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল টিম। খুব শীঘ্রই তারা বোম গুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। ঠিক কতগুলি বোমা উদ্ধার হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
পুলিশের তদন্ত চলছে।








