উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: সোনারপুরে মহিলা পুলিশকে অশালীন মন্তবে অভিযুক্ত যুবক গ্রেফতার।সোনারপুর থানা এলাকার জগদ্দল কুন্ডুপাড়ায় এক যুবকের অশালীন আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশকে অশালীন ভাষায় গালিগালাজ এবং সোনারপুর ট্রাফিক গার্ডের এক মহিলা পুলিশ কর্মীর প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগেই গ্রেফতার করা হয় স্থানীয় যুবক নব কুমার গায়েনকে।
বাড়ি জগদ্দল এলাকারই কুন্ডুপাড়ায়।স্থানীয়দের অভিযোগ,মঙ্গলবার ঘটনাস্থলে কর্তব্যরত ওই মহিলা পুলিশ কর্মীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে নব। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে দ্রুত আটক করে থানায় নিয়ে যায়।এর পরে ঐ পুলিশের অভিযোগের ভিত্তিতেই নব কুমার গায়েনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
এই ঘটনায় এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে সোনারপুর থানার পুলিশ।








