উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সামনে বিধানসভার নির্বাচন, আর তার আগে স্কুল,কলেজ,সমবায় ও মাদ্রাসার নির্বাচনে নিজেদের ক্ষমতা অটুট রাখছে শাসক তৃনমূল কংগ্রেস।আর সেই রেস ধরেই সোমবার জয়নগর বিধানসভার সাহাজাদাপুর পঞ্চায়েতের বকুলতলা থানার বাঘমারী উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসায় আবার ক্ষমতায় এলো তৃনমূল।
সোমবার এই নির্বাচনের নমিনেশনের শেষ দিন ছিল,কিন্তু বিরোধী দলের তরফে কেউ প্রার্থী না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে।এদিন জয়ের পরে বিজয়ীদের কাছে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূলকংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোনাজাত আলী খান, সাহাজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা সহ আরো অনেকে।
জয়ী ছয় জন প্রার্থী হলো- মোখলেস মোল্লা ,হাসান সর্দার,মোজাফফর শেখ,রফিক গাজী, আব্দুর রাজ্জাক মোল্লা. সাবিনা বিবি সরদার। দীর্ঘদিন এই স্কুলের পরিচালন কমিটি তৃণমূল কংগ্রেস হাতেই রয়েছে।আর এদিন বিজয়ীদের শুভেচছা জানিয়েছেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।








