আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুর প্রশাসনে বড়সড় রদবদলের পথে তৃণমূল, পারফরম্যান্সের ভিত্তিতে বদল শুরু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যের পুর প্রশাসনে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, এবার যোগ্যতা ও কাজের ভিত্তিতেই পুরসভার নেতৃত্বে রদবদল করছে শাসকদল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—পুরো রাজ্যজুড়েই চলছে নেতৃত্ব পরিবর্তনের হাওয়া। অন্তত ৪২টি পুরসভা রয়েছে তৃণমূলের নজরে, যেখানে চেয়ারম্যানদের কাজকর্ম ও জনপ্রিয়তা নিয়ে অসন্তুষ্ট শীর্ষ নেতৃত্ব।

দলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে, ২০২৪ সালের লোকসভা ভোটে শহরাঞ্চলে তৃণমূলের ভোট শতাংশ কিছুটা কমেছে। বিপরীতে গ্রামীণ এলাকায় ভোটারদের একতরফা সমর্থন মিলেছে। রিপোর্ট বলছে, অনেক পুরসভার চেয়ারম্যান যদি এলাকায় সক্রিয় থাকতেন এবং নাগরিক পরিষেবা ঠিকঠাক দিতেন, তাহলে এই ফলাফল ভিন্ন হতে পারত। তাই এবার দলের নির্দেশ, যেখানে প্রশাসনিক দক্ষতা বা জনভিত্তি দুর্বল, সেখানে বদল অবশ্যম্ভাবী।

ইতিমধ্যেই শুরু হয়েছে রদবদল। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান বদল হয়েছে, মাল পুরসভায় ভাইস চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, ডালখোলা ও রায়গঞ্জ পুর প্রশাসনেও পরিবর্তন এসেছে।

দক্ষিণবঙ্গেও একই ছবি। পুর ও নগরোন্নয়ন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নতুন করে ঘোষণা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা ও দাঁইহাট পুরসভার চেয়ারম্যান পদে এসেছে নতুন মুখ। কাটোয়া ও গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যানও বদল হয়েছেন। তাছাড়া পূর্ব মেদিনীপুরের তমলুক ও এগরা পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরও সরানো হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, এই প্রক্রিয়া এখানেই শেষ নয়। ধূপগুড়ি থেকে কুপার্স ক্যাম্প পর্যন্ত আরও একাধিক পুরসভায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহগুলিতে। দলের উচ্চপদস্থ নেতৃত্বের বক্তব্য, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ ও জনসংযোগ হারানো চেয়ারম্যানদের বদলে দায়িত্ব দেওয়া হবে সক্রিয় ও দক্ষ মুখদের।

লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল সংগঠনের সর্বস্তরে ঝাড়াই-বাছাই শুরু করেছে। ছাত্র, যুব, মহিলা, শ্রমিক—প্রতিটি সংগঠনে জেলা পর্যায়ে একাধিক পরিবর্তন হয়েছে। সম্প্রতি বদল এসেছে এসটি সেলে, আবার শিক্ষক সংগঠনের ক্ষেত্রেও নতুন নেতৃত্ব আনতে চলেছে দল।

See also  নিম্নচাপ জনিত বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে ফুল কপি চাষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি