উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: শীতের আগমন ঘটে গেছে। আর শীত মানেই ভরপুর খাওয়া দাওয়া,বেড়ানো।আর শীতের এই শুরুতেই বারুইপুর রাসমাঠে শুরু হয়ে গেল প্রতি বছরের মতো এ বছর ও সার্কাস।বারুইপুরের রায় চৌধুরি জমিদারদের তিনশো বছরের প্রাচীন রাসযাত্রা উপলক্ষে রাস উৎসবকে সামনে রেখে একমাস ধরে মেলা শুরু হয়েছে। আর এই মেলার মূল আকর্ষণ সার্কাস।পশু পাখী, জন্তুহীন বর্তমানে সার্কাস।
তবে এরজন্য সার্কাস প্রেমী মানুষের ঘাটতি নেই।সার্কাস এক ধরনের বিশেষ বিনোদন কেন্দ্র বা বিনোদন প্রক্রিয়াবিশেষ। এর মাধ্যমে আবালবৃদ্ধবনিতা নির্মল আনন্দ ও চিত্তাকর্ষক বিষয়াবলী সম্পর্কে সম্যক অবগত হন। সার্কাসে এক দলভূক্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি অংশগ্রহণ করেন। তারা শারীরিক ব্যায়াম, বিশেষ কলা-কৌশল, ভাঁড়, মূকাভিনয়, রশি দিয়ে হাঁটা সহ একাধিক দক্ষতা প্রদর্শন বা উপস্থাপনা করে থাকেন।

এবছর শুক্রবার সন্ধ্যায় বারুইপুর রাস মাঠে রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।এছাড়া উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ পৌরসভার একাধিক কাউন্সিলার গন।এই সার্কাসে মনোরঞ্জনের একাধিক খেলা নিয়ে হাজির হয়েছে তারা।যা দেখে মুগ্ধ হতে হবে দর্শকদের।আগামী একমাস ধরে চলবে এই সার্কাস বলে জানালেন সার্কাসের ম্যানেজার নুর ইসলাম মন্ডল।তিনি এও বলেন,নতুন ধরনের একাধিক খেলা দেখতে পাবেন এখানে।

প্রতিদিন তিনটে করে শো।এদিন এই সার্কাসের উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,ছোট বেলা থেকে সার্কাস আমার প্রিয়। তাই তো এখনো সময় পেলে সার্কাস দেখতে যাই।আর বারুইপুরের সাথে সার্কাস জড়িয়ে আছে বহু বছর ধরে।বিনোদনের এই খেলাকে হারিয়ে যেতে দিলে হবে না।সবাই আসুন সার্কাস দেখুন ও আনন্দ উপভোগ করুন।








