আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলদের দাপুটে বোলিংয়ের দৌলতে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে লিড নিল ভারত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মাত্র ১৬৭ রানের টার্গেট দিয়েও গোল্ড কোস্টে দারুণ বল করল ভারতীয় বোলিং ইউনিট। ওয়াশিংটন, অর্শদীপ, অক্ষর, বরুণ এবং শিবম দুবে — সবাই মিলেই অজিদের ব্যাটিং ভেঙে দেন। ফলে খুব সহজেই ম্যাচ ৪৮ রানে জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।

কুইন্সল্যান্ডে ১৬৮ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ ছিল না অস্ট্রেলিয়ার। প্রথম উইকেটেই তারা ৩৭ রান তুলেছিল। দ্বিতীয় উইকেট পড়ার সময় স্কোর ৬৭। সেখান থেকেই খেলা ঘুরে যায়। ভারতীয় স্পিনাররা ম্যাচে ফিরে আসেন। দুবের মিডিয়াম পেসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গোল্ড কোস্টের উইকেটের গতি অন্য অজি ভেন্যুগুলোর তুলনায় কম ছিল। বল ঠিকমতো ব্যাটে আসছিল না। সেই স্লো পিচকে কাজে লাগিয়ে একের পর এক অজি ব্যাটারকে চাপে ফেলে উইকেট তুলতে থাকে ভারত।

অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১১৯ রানে। শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতীয়দের মধ্যে ওয়াশিংটন সুন্দর নেন ৩ উইকেট। অক্ষর ও শিবম দুবে পান ২টি করে। অর্শদীপ, বুমরা ও বরুণ — সবার ঝুলিতে একটি করে উইকেট যায়। ভারত ম্যাচ জেতে ৪৮ রানে।

এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৬৭। প্রথম তিন ম্যাচে অনুরূপ রান না পাওয়ায় শুভমান গিলের ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই চতুর্থ ম্যাচের আগে কোচ গম্ভীর তাকে আলাদা করে ট্রেনিং করান। তার ফল মিলল — ৩৯ বলে ৪৬ রানের অপরিহার্য ইনিংস খেলেন গিল। টি-২০ তে ১১৭ স্ট্রাইক রেট খুব বড় না হলেও এই উইকেটে সেটাই গেম-চেঞ্জার হয়ে দাঁড়ায়। এছাড়া অভিষেক শর্মা করেন ২১ বলে ২৮, শিবম দুবে ১৮ বলে ২২, সূর্যকুমার যাদব ১০ বলে ২০। শেষদিকে অক্ষর প্যাটেলের ১১ বলে ২১ রানও ছিল গুরুত্বপূর্ণ। সেই রান ম্যাচে বড় ফারাক গড়ে দেয়। এই সংগ্রহই শেষ পর্যন্ত ভারতের জয়ে মূল ভূমিকা নেয়।

See also  ৩২ তম বর্ষে আগমনী থিম সঙের মধ্যে দিয়ে এবারের পুজো মুখী হলো জয়নগর জয়চন্ডীতলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি