আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুর পৌরসভার একাধিক রাস্তা বেহাল অবস্থা থেকে কবে মুক্তি পাবে উঠছে প্রশ্ন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: কলকাতা শহরতলির বারুইপুর পৌর শহরের বেশিরভাগ রাস্তা বেহাল।বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে রাস্তার অবস্থা অতি বেহাল। পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে। যাতায়াত করতে হিমশিম খেতে হয় বাসিন্দাদের।প্রতিদিন ঘটছে দুর্ঘটনাও।

রাস্তা গুলি কবে মেরামত হবে,সেই প্রশ্ন তুলেছেন পৌর নাগরিকরা।আর এ ব্যাপারে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন,ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তা মেরামতির কাজ আটকে ছিল। দ্রুত সব ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ করা হবে।বারুইপুর পুরসভা মোট ১৭টি ওয়ার্ড। অধিকাংশ ওয়ার্ডেই রাস্তার অবস্থা খারাপ।

জলের পাইপলাইন পাতার কাজের পরে রাস্তাগুলির হাল আর ও বেহাল হয়ে গেছে।এই পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ঋষি বঙ্কিম নগরের গলি, ১১ নম্বর ওয়ার্ডের গোলপুকুর মণ্ডলপাড়ার গাড়ি গ্যারাজ থেকে শুরু করে বৈষ্ণবপাড়া রেলগেট ছাড়িয়ে রাস্তার অবস্থা শোচনীয়। পিচ উঠে ইট বেরিয়ে গিয়েছে।আবার ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া যাওয়ার রাস্তা, পালপাড়া অক্ষয় সঙ্ঘ ক্লাবের আগে এবং ৩ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা, ১৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া ময়লাপোতা রোড,৬ নম্বর ওয়ার্ডের রাসমাঠের পুকুর সংলগ্ন পিচের রাস্তা ধসে পড়ে যাচ্ছে।

এলাকার বাসিন্দারা বলেন, রাস্তা খারাপ নিয়ে বলা হলেও হেলদোল নেই স্থানীয় সব কাউন্সিলারদের। দিনের বেলাতেই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। সন্ধ্যার পরে তা আরও দুষ্কর হয়ে ওঠে।এটা পৌরসভার রাস্তা না গ্রামের রাস্তা তা বোঝা যাবে না।আদৌ কবে এগুলো সারানো হবে তা নিয়ে পৌর নাগরিকরা সন্দিহান।

See also  কার্তিক সংক্রান্তিতে ‘মুঠ পুজো’: নবান্নের সূচনা-উৎসব আজও বেঁচে আছে পূর্ব বর্ধমানের গ্রামবাংলায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি