অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। তাঁর উদ্যোগে শনিবার চালু হলো ‘অন্ন জ্যোতি’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের বাড়ি বাড়ি প্রতিদিন দুবেলা করে পৌঁছে দেওয়া হবে আমিষ জাতীয় রান্না করা খাবার ও জল।

শনিবার বর্ধমানের কাঞ্চন নগর রথতলা এলাকায় প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

বিধায়ক খোকন দাস বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারেই আমরা ‘অন্ন জ্যোতি’ প্রকল্প চালু করেছি। খাবারের সঙ্গে প্রতিটি মানুষের হাতে একটি করে জলের বোতলও তুলে দেওয়া হবে।”বর্ধমান পৌরসভার মোট ৩৫টি ওয়ার্ডেই এই পরিষেবা চালু থাকবে দুপু্যে ও রাত্রে দুবেলা করে এই খাবার দেওয়া হবে প্রতিদিন।
বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষকসেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে








