আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কবিগুরু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
শ্রাবন্তী মালিক
স্মরনের হয়না প্রয়োজন,হৃদয়ের অলিন্দে তুমি সদা বিরাজ।
রবি ঠাকুর মোদের,বিশ্বকে দিয়েছেন তার লেখনীর পরশ,
কুমোর পাড়ার গরুর গাড়ি থেকে চোখের বালি,
গীতাঞ্জলি থেকে গোরা,নৌকাডুবি থেকে শেষের কবিতা অমুল্য রতন।
তাই বলি তুমি রয়েছো মোদের হৃদয়ে –
প্রনাম জানাই শতবার তোমার চরনে।
নারীকে দিয়েছ স্থান সম্মানের আসনে,
নাইট করেছো ত্যাগ দাসত্ব বাঁচাতে।।
বিশ্বকে দিয়েছো যে অমূল্য জ্ঞান,
শতবার জয়ন্তী পালনে মিটবে না তার দাম।।
তাই তোমার রচনাতেই স্মরন করিনু তোমায়-
“সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি প্রানভরে
হারিয়ে তোমায় গোপনে রেখেছি
পেয়ে আবার হারায় মিলনঘোরে”।।
See also  পূর্ব বর্ধমান জেলায় বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে এসে ডিভিসিকে কাঠগড়ায় তুললেন মন্ত্রী অরুপ বিশ্বাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি