উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দূর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাংকের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে বৃহস্পতিবার ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন করা হলো।সারা দেশ জুড়ে ২৭ শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে।

আর তারই অঙ্গ হিসাবে এদিন এই সচেতনতা মূলক সচেতনা দিবস পালন করা হয়। যাতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এডিশনাল ভিজিলেন্স আধিকারিক রমন কুমার সিং,এসিভিও এজিএম ভিজিলেন্স বিশ্ব মোহন ঝা,ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের দক্ষিন ২৪ পরগনার রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল,ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের জয়নগর মিত্রগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার শ্রীপর্ণা রায়চৌধুরী, শাখা ম্যানেজার আকাশ দাস সহ আরো অনেকে।


এদিন ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে দূর্নীতির বিরুদ্ধে লড়াই করার বার্তা দেওয়ার পাশাপাশি ব্যাংকের সাথে গ্রাহকদের মেল বন্ধন আরও মজবুত করার বার্তা দেওয়া হয়।ব্যাংকের কোন করিনি যদি কোনরকম দুর্নীতির সঙ্গে একটু থাকে তার বিরুদ্ধে কাউকে সরাসরি অভিযোগ জানাতে বলা হয়।

এদিন এই সভায় বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশ নেন এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ব্যাংকিং পরিষেবা কে আরো উন্নত করতে সমাজের সকল স্থানের মানুষকে জোটবদ্ধ হয়ে লড়াই করা বার্তা দেওয়া হয় এদিনের এই সচেতনা দিবসের সভা থেকে।








