আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“বিনিপয়সার হাট”— মানবিকতার স্পর্শে আবারও হেল্প পরিবারের উদ্যোগ ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা: মানবিকতার হাত আবারও একবার বাড়িয়ে দিল হেল্প পরিবার। তাদের অন্যতম সমাজসেবামূলক উদ্যোগ “বিনিপয়সার হাট” আবারও শুরু হতে চলেছে। উদ্দেশ্য— শীতের আগমনে হাসি ফোটানো সেইসব মুখে, যাদের জীবনে উষ্ণতার পরশ পৌঁছায় না সহজে।

আগামী নভেম্বর মাসে জেলার বিভিন্ন ইটভাটায় বসবে এই বিশেষ “বিনিপয়সার হাট”। সেখানে কর্মরত শ্রমিক দাদা–দিদি ও তাঁদের পরিবারের সদস্যরা নিজেদের প্রয়োজনমতো জামাকাপড় সম্পূর্ণ বিনামূল্যে বেছে নিতে পারবেন।

আগেও হেল্প পরিবারের এই উদ্যোগে বহু মানুষ আন্তরিকভাবে যুক্ত হয়েছিলেন। নিজেদের বাড়ির ব্যবহারযোগ্য পুরনো জামাকাপড় পাঠিয়ে তাঁরা অজস্র মুখে এনেছিলেন আনন্দের আলো। এবারও সেই একই আহ্বান—
আপনার আলমারির ভাঁজে রাখা এক টুকরো পুরনো জামাকাপড়ও হতে পারে কারও কাছে নতুন উষ্ণতার প্রতীক।

হেল্প পরিবারের সদস্যরা জানিয়েছেন, “আমাদের এই উদ্যোগ শুধু পোশাক বিলি নয়, এটি ভালোবাসা ভাগ করে নেওয়ার এক সেতুবন্ধন। সমাজে মানুষে মানুষে সম্পর্কের এই উষ্ণতা যেন আরও বাড়ে, সেটাই আমাদের কামনা।”

যাঁরা এই মানবিক প্রচেষ্টায় অংশ নিতে চান, তাঁরা পোস্টারে দেওয়া যোগাযোগ নম্বরে কল বা মেসেজ করে সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন।

চলুন, একসঙ্গে ভাগ করে নিই এই ভালোবাসা, কারণ একটি ছোট সহানুভূতিও বদলে দিতে পারে কারও শীতের সকাল ।

See also  পশ্চিমবঙ্গে লকডাউন ৩১ শে অগস্ট পর্যন্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি