আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সদরঘাটে ছট পুজোয় ভক্তদের ঢল, নিরাপত্তায় কড়া নজর প্রশাসনের — উপস্থিত পুলিশ সুপার ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ছট পুজোর পবিত্র তিথিতে আজ ভক্তদের ঢল নামল তেলিপুকুর দামোদর নদের ঘাটে। সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই পুজোয় সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো ঘাট এলাকা। সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাস করে অরঘ্য প্রদান করেন, চারিদিকে ভেসে বেড়ায় ধর্মীয় গান ও ঢাকের শব্দ।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তৈরি করা হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার, যাতে ঘাটের প্রতিটি অংশে নজরদারি চালানো যায়। যানবাহন চলাচলে আনা হয়েছে শিথিলতা, যাতে ভক্তদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

উৎসবের সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখতে এদিন ঘাটে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, স্থানীয় কাউন্সিলর রাসবিহারী হালদার, তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও। প্রশাসনের তৎপরতায় নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে এই বছরেও সদরঘাটের ঐতিহ্যবাহী ছট পুজো।

See also  মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর লেপে দেবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে - উত্তপ্ত মাধবডিহি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি