পূর্ব বর্ধমানের, ভাতার ব্লকের গ্রামডিহি হাইস্কুল ও মান্দারবাটি প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিকে ঘিরে অশান্তি ছড়ায়। বুধবার সকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পাড়ার কাজের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেই সময় কোন পাড়ার কাজ আগে করা হবে, তা নিয়ে উপস্থিত দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
ক্রমে সেই বচসা উত্তপ্ত তর্কাতর্কিতে পরিণত হয় বলে জানা গেছে। পরিস্থিতি জটিল হতে থাকলে খবর দেওয়া হয় ভাতার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার নিকাশি, রাস্তা মেরামত ও আলোর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। সেই বিরোধই এদিনের বৈঠকে প্রকাশ্যে ফেটে পড়ে। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে, তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় ঘটনা প্রসঙ্গে জানান, “ভাতার থানার সাহেবগঞ্জ ২ এর অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। কর্মসূচি টা হল আমাদের পাড়া আমাদের সমাধান। দিকে দিকে আমরা দেখেছি যেখানেই এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তৃণমূল যেখানেই করতে যাচ্ছে সেখানেই বাধা প্রাপ্ত হচ্ছে স্থানীয় সাধারণ মানুষজন দ্বারা!
আমরা দেখেছি মঙ্গলবার কুলটিতে কি হয়েছে। সেখানেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হচ্ছিল কিন্তু সাধারণ মানুষ খুব প্রকাশ করেছিল। এখানে যে সমস্ত কর্মীরা ছিল তৃণমূলের তাদের রীতিমতো ছোটানো হয়েছে! আমাদের কথা এই কর্মসূচি করতে হচ্ছে কেন তৃণমূলকে? মাননীয় তো বলেন ডবল ডবল প্রকল্প হয়ে গেছে, পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ নাকি সব শেষ, আর কিছু বাকি নেই। তাহলে বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান কেন করতে হচ্ছে?
ভাতারের ক্ষেত্রে যেটা শুনলাম জল নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, রাস্তা মেরামতি, পানীয় জলের দাবিতেই ক্ষোভে ফুসছিলেন, যার প্রভাব আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে পড়েছে”! আমাদের পাড়া, আমাদের সমাধান থেকে মোটা অংকের টাকার লুট করাই তৃণমূলীদের মূল উদ্দেশ্য বলেও দাবি করেন বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায়।