হাট থেকে মোষ নিয়ে ফেরার পথে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার অন্তর্গত বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডি গ্রামে। মৃত ব্যক্তির নাম শেখ আব্দুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাট থেকে একজোড়া মোষ নিয়ে বাড়ি ফিরছিলেন শেখ আব্দুল আমিন, বয়স আনুমানিক (৬৫)। মোষ দুটিকে বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী এলাকায় একটি পুকুরে স্নান করানোর পর জল থেকে তোলেন তিনি। কিন্তু নিজে আর ডাঙ্গায় উঠতে পারেননি বলে জানা যায়। স্থানীয়রা হঠাৎ দেখতে পান, মোষ দু’টি পুকুরের ধারে থাকলেও তাদের মালিকের দেখা নেই। শুরু হয় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর তল্লাশি চালায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেওয়া হয়। বুধবার সকালে বোয়াইচন্ডি দেবীর মন্দির থেকে পাঁচশো মিটার দূরে ডুবুরিরা ভুতরোল নামের একটি পুকুরে নেমে তল্লাশি চালিয়ে উদ্ধার করেন শেখ আব্দুল আমিনের নিথর দেহ। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।