মনতোষ চৌধুরী,হুগলী:-আজ পবিত্র ঈদ উপলক্ষে হুগলীর বাঁশবেড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁশবেড়িয়া লাইব্রেরি মাঠে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।ঈদের পাশাপাশি বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের শুরুতে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন কর্মীরা।
করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনে চলে এই রক্তদান শিবির।অনধিক ৩০জন কর্মী রক্তদান করেন এই শিবিরে।বাঁশবেড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত ঘোষ জানান দেশজুড়ে করোনা মোকাবিলায় লকডাউনে ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা যাতে না দেখা যায় তাই তাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এছাড়াও সবুজায়নের লক্ষ্যে চারাগাছ সহ করোনা মোকাবিলায় মাস্ক স্যানিটাইজার তুলে দেওয়া হয় প্রত্যেক রক্তদাতার হাতে।রক্তদান শিবিরের প্রাপ্ত রক্তের ব্যাগগুলি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে জানা যায়।