আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুর থেকে গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক,উদ্ধার ভুয়ো পরিচয়পত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: আবার বারুইপুর থেকে গ্রেফতার বাংলাদেশী।বারুইপুর থানার পুলিশ গ্রেফতার করলো এক বাংলাদেশি নাগরিককে। অভিযুক্তের নাম মহম্মদ সুজন মোল্লা।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে।

তারপর থেকেই বারুইপুরের চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ হিসাবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ডও তৈরি করে ফেলেছিল ধৃত সুজন।পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্ট ও। মনে করা হচ্ছে, এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত এলাকা পারাপার করতো। শুধু তাই নয়, সুজন নাকি ছিনতাইচক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তার নিত্যকার কাজ।

এই ঘটনায় শুধু সুজন নয়, তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ।দুটি মোবাইল, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কীভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সে এখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

See also  শহর জুড়ে জল জমল, বর্ধমান পুরসভার বিরুদ্ধে ক্ষোভ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি