হুগলী, নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ শনিবার হুগলী জেলার গুড়াপ থানার অন্তর্গত চেরাগ্রামে ‘পাশে আছি’ সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো পুজোর নতুন পোশাক। জানা গেছে প্রায় অর্ধশতাধিক দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হলো এই পুজোর উপহার।

এই উপহার পেয়ে ছোটো শিশু থেকে বয়স্করাও খুব খুশি হয়েছেন সেটা তাদের মুখের হাসিই বলে দিচ্ছে। এই সংগঠনের কর্ণধার তথা ইন্টারন্যাশনাল হিউম্যান ক্রাইম এন্ড সোশ্যাল জাস্টিস এর রাজ্য যুব সভাপতি সাহিল মল্লিক জানান, পাশে আছি’র উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর প্রাক মুহূর্তে দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো পুজোর নতুন পোশাক। কোনো মানুষ যাতে এই পুজোর সময় পুরাতন পোশাক পরে প্রতিমা দর্শন না করতে হয় তাই এই উদ্যোগ।

তিনি আরো বলেন, সারা বছর ধরে বিভন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে এই সংগঠন, শীতকালীন বস্ত্র বিতরণ, ঈদ এবং পুজোর সময় নতুন পোশাক উপহার এবং যে কোনো সময় রক্তের দরকারে, স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত যে কোনো দরকারে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে থাকে ‘পাশে আছি’ শুধু হুগলী জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে বছরের বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম কর্মসূচি লক্ষ্য করা যায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল এই সংগঠনের সদস্য বিট্টু কয়াল এবং আরো অন্যান্য সদস্যরা।