আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লক্ষীর ভান্ডারে টাকা জমিয়ে দুস্থদের বস্ত্র দান প্রমিলা বাহিনীর শারদীয়ার প্রাক্কালে এমনই ছবি ধরা পড়লো সোনামুখী পৌর শহরের ১৫ নং ওয়ার্ডে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া, (সোনামুখী):- আর দিন তিনেকের অপেক্ষা তারপরেই মর্তে মা উমার আগমন।অনেক জীবন্ত দুর্গা দশভূজার আগমনের প্রাক মুহুর্তে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।এবার তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসলেন সোনামুখী পৌরশহরের ১৫ নম্বর ওয়ার্ডের প্রমিলাবাহিনী। বছরভর লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে প্রায় ২০০ জন দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। এদিন সন্ধ্যায় সোনামুখীর বিশিষ্ট সমাজ সেবী বাবলি গোস্বামীর নেতৃত্বে ১৫ নাম্বার ওয়ার্ডের মহিলারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অসহায়দের উদ্দেশ্যে।সোনামুখী শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মা চামুণ্ডা কালী মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়েছিল কয়েক শত অসহায় মানুষের হাসিতে।

এই বস্ত্র দান কর্মসূচি চলার সময়ও দেখা গেল এক অভিনব দৃশ্য।লক্ষ্মী সেজে, লক্ষীর ভাঁড় নিয়ে দেখা গেল এক মহিলাকে।মর্তে যেন দেবী দশভূজার কন্যা স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটেছে।

সমাজসেবী বাবলি গোস্বামী জানান,তাদের এই কর্মকাণ্ডের অনুপ্রেরণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি সারা বছর জুড়ে সেভাবে মানুষের পাশে থাকেন তাঁর থেকে শিক্ষা নিয়েই মুখ্যমন্ত্রীর প্রদত্ত লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়ে তাদের এই কর্মসূচি।আগামী দিনেও তারা একইভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

শারদীয়ার পূর্বে এই ধরনের উপহার পেয়ে বেজায় আপ্লুত জীবন্ত দুর্গারা।তারা দুহাত ভরে আশীর্বাদ বর্ষণ করলেন ১৫ নম্বর ওয়ার্ডের প্রমিলাবাহিনীকে।তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক সোনামুখীবাসি৷

See also  আই টি আই তে পূর্ব ভারতের প্রথম সুন্দরবনের সায়নকে শংসাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি